ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটের কালাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমণ, সাম্প্রদায়িক সন্ত্রাস ও নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক কালে জেলার জামায়াত ইসলামের নায়েবে আমির ও সেক্রেটারি সহ শৗর্ষ ০৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে৷
জানা গেছে, ২৫/১০/২০২১ ইং, সোমবার বিকাল ০৪.১০ ঘটিকার সময় কালাই থানা পুলিশ কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার আমির ও সেক্রেটারি এবং কালাই উপজেলা শাখার বর্তমান নায়েবে আমির ও সাবেক নায়েবে আমির সহ মোট চারজনকে গ্রেফতার করে কালাই থানা পুলিশ। এই সংক্রান্তে কালাই থানায় মামলা নং ১৯ তারিখ-২৫/১০/২০২১ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ রুজু করা হয়।
কালাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই উপজেলার সোনালী ব্যাংক শাখার নিচতলার জনৈক মোজাফফর (জামায়াত ইসলামের সক্রিয় কর্মী) এর দোকান ঘরে সাম্প্রদয়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমন, সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করা কালে বাংলাদেশ জামায়াত ইসলাম জয়পুরহাট জেলা শাখার নায়েবে আমির, ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলাম কালাই উপজেলা শাখার নায়েবে আমির, মনসুর রহমান ও সাবেক নায়েবে আমির, নুরুজ্জামান সরকার, নামক গ্রেফতার করেছেন কালাই থানা পুলিশ৷
বিষয়টি জাতীয় দৈনিক সূর্যোদয় এর সাথে মুঠোফোনে কথা হলে নিশ্চিত করেন মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) পুলিশ সুপার, জয়পুরহাট।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy