তফিকুল ইসলাম,কালাই,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসব উপলক্ষে বসা এক দিনের জন্য বসা মাছের মেলাকে ঘিরে এলাকাবাসীর মনে উৎসব আর আনন্দের আমেজ দেখা দেয়। ১৮ এ নভেম্বর বৃহস্পতিবার ভোরবেলা ফজরের নামাজের পর থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকানলোতে চলে মাছ বেচাকেনার ধুম। মাছের মেলাটিকে ঘিরে এ দিনে নিকটবর্তী উপজেলাসহ ২০-২৫ টি গ্রাম-মহল্লার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তাই এলাকার ধনী,গরীব সব শ্রেণি পেশার মানুষ এ দিন যার যেমন সাধ্য অনুযায়ী তাদের পছন্দ মতো মাছ কিনে বাড়ি ফিরেন।
জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে থেকে প্রতি বছরের মতো এবারেও নবান্ন উপলক্ষে কালাইয়ে ঐতিহ্যবাহী বসা মাছের মেলায় বিভিন্ন এলাকা থেকে মহিলা,পুরুষ,বৃদ্ধ ও শিশুরাসহ এ মেলায় মাছ কিনতে আসে। মেলায় চলে মাছ দোকানি ব্যবসায়ীদের মধ্যে চলে বড় সাইজ ও বেশি ওজনের মাছ বিক্রয়ের প্রতিযোগীতা। এবারের মেলাতেও বোয়াল, গ্লাসকার্প, রুই, সিলভার, কাতলা, মৃগেল, ব্রিগেট, বাগার,মাগুর, কাঁনছসহ রকমারি প্রজাতির মাছ দিয়ে পসরা সাজায় মৎস্য ব্যবসায়ীরা। এবার মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ১৫ থেকে ৩০ কেজির মাছ এব মেলায় উৎসব মুখর পরিবেশে ভোর থেকে দিনব্যাপী চলে মাছ বেচা কেনা।
মেলা দেখাসহ মাছ কিনতে আসা আক্কেলপুর উপজেলার পৌর সদরের বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আকন্দ পাপ্পু,ক্ষেতলাল উপজেলার এসএম মিলন, কালাই উপজেলার পাঁচগ্রামের এলাহি, হাতিয়রের দেলোয়ার, মাদারপুরের আবুল কালাম ধলূ, কাতাইলের বিপুল, পৌরসভার মহল্ল্যার সোহেল, কর্মকার পাড়ার সুমীর কুমার কুন্ডু, তালুকদার পাড়ার শামিম তালুকদারসহ মেলায় আসা অনেকের সাথে কথা বললে তারা বলেন আমরা এ মেলায় মাছ কেনার পাশাপাশি মেলার আনন্দ দেখার জন্য এসেছি। তারা আরো বলেন নবান্ন উৎসবকে কেন্দ্র করে মেলায় বসা এ মাছের মেলায় প্রচুর আমদানি সত্বেও দাম হাকা হয় অনেকটা বেশী।
মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ,রেজাউল ইসলাম,সাইফুল ইসলাম, আবদুল লতিফ, হাসান, বিমল, সাজু, শহিদুল, সাদ্দাম, মোরশেদ,ও সাইদুলসহ অনেকে বলেন, মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা কেনা সে তুলনায় এবার কম।
তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করে বড় সাইজের মাছ গুলো তারা সাজিয়ে রেখে ক্রেতাদের ডাকতেও দেখা যায়।
মাছ চাষ ব্যবসায়ী আব্দুল আলিম, লেবু সরকার,মাহমুদুল হাসান, মাহবুবসহ প্রায় অর্ধশতাধিক অনেকে জানান, খাদ্যদ্রব্য দাম যেভাবে দ্রত বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তারা বাজারে মূল্য না পাওয়ায় অনেক ব্যবসায়ী ধীরে ধীরে এ ব্যবসা থেকে বিমুখ হতে পারে। তাই তারা সরকারের কাছে মাছের খাদ্যদ্রবের দিকে নজর দেয়ার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..