
কালাইয়ে প্রধানমন্ত্রীর উপহার ৫৮ টি নতুন ঘর বুঝিয়ে দেয়া হয়েছে
তৌফিকুল ইসলাম,কালাই, উপজেলা প্রতিনিধিঃ-
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলায় দ্বিতীয় পর্যায়ের প্রধম ধাপে ভূমি ও গৃহহীন ৫৮ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে।
রবিবার(২০ জুন) সকালে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে ডিসপ্লে বড় পর্দার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন কর্মসূচিটি দেখানো হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহারে দ্বিতীয় পর্যায়ে প্রথম ধাপে ক-শ্রেনীর ভূমি ও গৃহহীন ৫৮ টি পরিবারের মধ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তসহ একক গৃহ নির্মাণ জমির দলিল ও ঘরে চাবি হস্তান্তর করেন তিনি।
কালাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন এবং গৃহহীন অর্থাৎ যাদের জমিও নেই, ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে। দ্বিতীয়-পর্যায়ে প্রথম ধাপে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার গ্রামে উপজেলার ৫৮ টি ভূমি ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে ঘরগুলো পেয়েছেন। প্রতিটি ঘর ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ২ শতাংশ খাসজমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, বারান্দা, রান্নাঘর ও টয়লেটসহ ঘর নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধানর অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম), জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা উপ-পরিচালক ও স্থানীয় সরকার ইশরাত জাহান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল,কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিকসহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা।
উক্ত আলোচনা সভার সঞ্চালনা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.নীলিমা জাহান।
সভার প্রধান অতিথি জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে কালাই উপজেলায় ভূমিহীন-গৃহহীন ৫৮ জন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলার গরিব মানুষেরা বিনা মূল্যে নতুন সুন্দর একটি করে স্থায়ী ঠিকানায় মাথাগোঁজার ঠাই পেয়েছেন ৫৮ টি পরিবার।
কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছেন তাদেরকে ঘর তৈরি করে দেয়া হযেছে। গুণগতমান শতভাগ বজায় রেখে সকল দিকনির্দেশনা অনুযায়ী ঘরগুলোর নির্মাণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে ভূমি ও গৃহহীনদের একটা মানসম্মত ও উন্নতমানের টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ঘর উপহার পাওয়া ওইসব পরিবারগুলোর অতীতের গল্প ভিন্ন হলেও সামনের দিনগুলোর ভাবনা তাদের অন্যরকম। সবাই নিজের ঘরে একটু স্বস্তির জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। সে সময় ভূমি ও গৃহহীনরা নতুন ঘর পেয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘ আয়ু কামনা করে দু-হাত তুলে দোয়া করেন।
উপজেলার কাঁটাহার গ্রামে ঘর পাওয়া রাহেলা বিবি ও নায়েব আলী বলেন,এতদিন মানুষের জাগাত ছিলাম, নিজের জাগা ছিল না, শেখ হাসিনা হামাগেরে মত মানুষকে ঘর দিছে’ এখন হামি অনেক খুাসি”এখন প্রধানমন্ত্রী হামাগোক ঘর দিছে, এতে হামাগে অনেক উপকার হছে। আল্লাহ আমাগেরে দিকে মুখ তুলেছে। দোয়া করি আল্লাহ যেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাক সব সময় সুস্থ রাখুক।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply