ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাট কালাইয়ে ফার্মেসিতে ঔষুধের পাশাপাশি মাদক ট্যাপেন্টা বিক্রি করছিলেন সাইফুল ইসলাম (৫০)। ক্রেতা সেজে সেই ফার্মেসিতে ট্যাপেন্টা কিনতে গিয়েছিলেন র্যাবের এক সদস্য। ফার্মেসিতে গিয়ে দরদাম মিটিয়ে দোকানদার মাদক বের করতেই হাতেনাতে ধরা খেলেন সাইফুল। ভেস্তে যায় তার টাপেন্টা বিক্রি। গ্রেফতার করা হয় সাইফুলকে।
গ্রেফতার কৃত সাইফল ইসলাম উদয়পুর ইউনিয়নের কড়মকা গ্রামের আব্দুর ছত্তারের ছেলে৷
শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। ওই ফার্মেসি থেকে ৩৮০ পিস টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাহমিন তৌকির এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জাতীয় দৈনিক সূর্যোদয়'কে বলেন, ফার্মেসি থেকে আমদানি নিষিদ্ধ মাদক ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব মাদক তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy