তফিকুল ইসলাম(কালাই)প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইয়ুম মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার(২২ মে) বিকেলের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর তাইয়ুম মিয়া উপজেলার ছিলিমপুর লক্ষিছাপর গ্রামের হাসেন আলীর ছেলে।
Surjodoy.com
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক দৈনিক সূর্যোদয়কে জানান, কিশোর তাইয়ুম মিয়া বিয়ালা বাজারে একটি বেকারী দোকানের কর্মচারী ছিল। প্রচন্ড গরমের কারনে বেকারী দোকানের পাশেই (পানির পাম্প)ইলেক্ট্রিক মটর দিয়ে ট্যাংকিতে পানি উঠানোর জন্য মটরের সঙ্গে তারের সংযোগ দিতে গেলে
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
The Daily surjodoy
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এবং গত ২১ মে শুক্রবার বিকেলে একই উপজেলার বামদিঘি গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে মোনায়েম ফকির (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত কৃষক মোনায়েম ফকির উপজেলার বামদিঘী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
The Daily surjodoy
থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায় বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক সেচ যন্ত্রের মাধ্যমে সেচ দিতে যান কৃষক মোনায়েম। পাম্পের বৈদ্যুতিক সংযোগের ছেড়াঁ তার পায়ে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
The Daily surjodoy
একই উপজেলায় পরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর তাইয়ুম মিয়া ও কৃষক মোনায়েম ফকিরের মৃত্যুর বিষয়টি দৈনিক সূর্যোদয়কে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
Leave a Reply