প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৪:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২১, ১:১৮ এ.এম
কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী পালিত
নিরেন দাস,জয়পুরহাটঃ-
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ফজলুর রহমান,কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন,
অফিসার ইনচাজ (ওসি) সেলিম মালিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুনিশ চৌধুরীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন-শহীদ পরিবারের সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজ থেকে ৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালী জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন-
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। আজ বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলিয়ান হওয়ার দিন আজ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস স্বাধীনতার ইতিহাস।
স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহিদের আত্মদান আর দুই লাখ মা-বোনের আত্ম ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালীর আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা, গণবীরত্বের ইতিহাস।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ মাহেন্দ্রক্ষণে উদ্যাপিত হচ্ছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকে মহিমান্বিত করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy