প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৫:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২১, ১১:১১ পি.এম
কালাইয়ে ৫৪৬ কিঃমিঃ কাঁচা রাস্তার দুর্ভোগে কয়েক গ্রামবাসী

কালাইয়ে ৫৪৬ কিঃমিঃ কাঁচা রাস্তার দুর্ভোগে কয়েক গ্রামবাসী
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের পাইকপাড়া, তেলিহার, ভাটাহারসহ গাইবান্ধা জেলার গোবিন্দ্রগঞ্জের বাইবাস মাটির রাস্তা দিয়ে চরম দুর্ভোগে কাদার মধ্য দিয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের মানুষরা।
Surjodoy.com
এদুর্ভোগে স্থবির হয়ে পড়েছে তাদের জন-জীবন। ওই এলাকার ৩ কিলোমিটারেরও বেশি কাঁচা রাস্তাটিও এখনো পাকা হয়নি। এই এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, কয়েকটি আদর্শ গুচ্ছগ্রামসহ নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও হাটবাজার।বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন থাকলেও এই মাটির রাস্তা পাকা না হওয়ায় স্থানীয়দের অভিযোগের শেষ নেই।
The Daily surjodoy
কর্মহীন হয়ে পড়েছেন ভ্যান, অটোরিকশা ও শ্যালোচালিত অনেক ট্রলির চালকরা। মানবেতর জীবনযাপন করছে তারা। এমনকি স্থানীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনা করতেও পারছে না।
এলাকাবাসী স্থানীয় ভ্যানচালক মাবিল ফকির সাংবাদিকদের বলেন, রাস্তাটিতে কাদোর কারণে ভ্যান চালাতে পারছি না। ভ্যান চালানো বন্ধ রেখে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছি। বাড়িতে চাল ডাল তরিতরকারি কিছুই নেই এমন অবস্থায় আমাকে সাহায্য করারও কেউ নেই।
The Daily surjodoy
এমনি আক্ষেপ করে স্থানীয় অনেকেই বলেন, হামাগেরে খুব সমস্যা, ধান-চাল বানাকোটা হওছেনা রাস্তার জন্য। তোমরা এনা সংবাদ প্রকাশ করে এ রাস্তাটি ভালো করে দাও, বৌ-বাচ্চা লিয়ে খুব কষ্টে আছি। ভ্যান, রিকশা, মোটরসাইকেল কেউই বের করতে পারছে না। ছেলে-মেয়ের বিয়ে ঘর আসলে রাস্তা দেখে বিয়ে দিতে চায় না কেউ।
The Daily surjodoy
স্থানীয় উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী ওই এলাকার মানুষদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, এ এলাকার রাস্তার কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব রাস্তা সংস্কারের চেষ্টা করছি। পাইকপাড়া, তেলিহার, ভাটাহারের মতো আরও প্রতিনিয়ত ১৫ টি গ্রামে মানুষ কাদার মধ্যে চলাচল করছে। তবে এ এলাকার কাঁচা রাস্তাগুলো এলজিইডিতে আইডি ধরে দেয়া আছে তারাই ব্যবস্থা নিবে।
The Daily surjodoy
তিনি আরও বলেন, কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। এমনকি রাস্তার বেহাল দশায় ছেলে-মেয়েদের বিয়ে দিতেও অনীহা দেখা দিচ্ছে।
চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষাপটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমাদের ৪ ক্যাটাগরিতে রাস্তা হয়। জেলায় ৭ শত ১১টি এলজিইডির রাস্তা আছে। এর মধ্যে ৫ শত ৪৬ কিলোমিটার রাস্তা এখনো মাটির কাঁচা আছে। এর মধ্যে তেলিহারের রাস্তাটি আইডি হয়েছে, ভাটাহারের রাস্তার আইডির ব্যাপারে মিটিং হয়েছে। তিনি আরও বলেন জেলার অন্যান্য কিছু কাঁচা রাস্তা আইডি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে কাজ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy