প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ২:২৩ পি.এম
কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ৩, থানায় মামলা
লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের হিসেবে প্রতিপক্ষের আঘাতে ৩জন গুরুতর আহত হয়েছেন। এবং কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, আমজাদ হোসেন, আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।
গত ৫ ই মে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের হিসেবে জহরুল ইসলাম (৫৩) গং তাদের দলবল নিয়ে হঠাৎ করে আমজাত হোসেনের বাড়ির দক্ষিণ পুর্ব পাশের একটি ফাকা জমি বেদখল করতে আসে।
আমজাত হোসেন তার ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশে বাধা প্রদান করলে জহুরুল ইসলাম গং তার দলবল সহ প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্য অর্তকিত হামলা চালায়।
এতে ৩ জন গুরুতর জখম হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করাতে ভতি হন। যাহার মেডিকেল ভতির্ রেজি নং ৪৯১৬/২৪, ৪৯১৫/১৩, ৪৯১৩/২১।
আহত ব্যক্তিদের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক গণ তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা সুত্র জানায়, এজাহার পেয়ে বিষয়টি মামলা ভুক্ত করা হয়েছে। যাহার মামলা নং ১০। তারিখ ৭ ই মে/২০২১।
এ ঘটনায় আসামীদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy