কালীগঞ্জে উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাসমত আলী(৪২)নামের একজন ইমামের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী জেলেখা বেগম(৩৮)সহ ও ৮বছরের শিশু আহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খামারভাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি জানায়,হাসমত আলী পাশের বাড়ি থেকে তার নিজের বাড়িতে বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে অসাবধানবশতঃ তারে জড়িয়ে যায়।
পরে হাসমত আলীসহ তার স্ত্রী জেলেখা বেগম(৩৮)সহ ও ৮বছরের শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ইমাম হাসমত আলী মারা যান।
শিশু নাঈমুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। মৃত হাসমত আলী স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
কালীগঞ্জ থানার ওসি আরজু সাজ্জাত হোসেন জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
Leave a Reply