লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিবলায়। শনিবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবলয়ের উপ সচিব(চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরীত একটি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার আইন-শৃঙ্খলা, সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারনে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করতে নির্দেশনা প্রদান করেন নির্বাচন কমিশন সচিবলায়। ১৭.০০.০০০০.০৩৫.১৯.৫৭৪-৬৫৭ নং স্মরকে ২০ নভেম্বর নির্বাচন কমিশন সচিবলায়ের
উপ সচিব(চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরীত চিঠিতে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করে নির্বাচন কমিশনকে অবহিত করতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দেয়া হয়।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এমন কোন চিঠির খবর অফিসিলি পাইনি। তবে নির্বাচন কমিশন নির্দেশনা দিলে তা কার্যকর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy