নিজস্ব প্রতিবেদক: বিজিবি ও বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ে বৈঠক ঢাকায় শুরু হচ্ছে কাল রোববার। ৬ দিনব্যাপী এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তে অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। বেশি প্রাধান্য পাবে সীমান্ত হত্যা।
জানা গেছে, পিলখানায় রোববার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সেসের (বিএসএফ) মধ্যে দ্বিবার্ষিক আলোচনায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আর ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ ডিজি রাকেশ আস্তানা। বৈঠক চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বৈঠকে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র্র, পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিভাগ ও সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বৈঠকে সীমান্ত হত্যা ছাড়াও সীমান্তে মাদক চোরাচালান, নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র-গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এছাড়া এ দুই বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যে দ্বিপক্ষীয় যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy