আব্দুল্লাহ আল মামুন:
গাজীপুরের কাশিমপুরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর থানার উদ্যোগে মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর কুমার সাহা। তিনি তার বক্তব্যে বলেন, “অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা ছাড়া শান্তি ও শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।”
সভায় বক্তারা এলাকার মাদক সেবন ও পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশি কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য পুলিশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারীরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে এবং বাসিন্দারা নিজেদের নিরাপত্তা বিষয়ে সচেতন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “পুলিশের এমন উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও সাহায্য করবে।”
সভাটি শেষ হয় সকলের সহযোগিতার মাধ্যমে একটি অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যাশার মধ্য দিয়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy