আব্দুল্লাহ আল মামুন
গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের পর বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুরের ২ নম্বর ওয়ার্ডের সারাবো এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে, যা শ্রমিক অসন্তোষের পরিণতি হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, বেক্সিমকোসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। ক্ষুব্ধ শ্রমিকরা বিগ-বস কারখানার সামনে জড়ো হয়ে কর্মবিরতির দাবি জানান, যা কারখানা কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করে। শ্রমিকদের একজন জানান, "আমরা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। আমাদের কথা কেউ শুনছে না বলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।" আরেক শ্রমিক বলেন, "শেষ পর্যন্ত আমাদের কেউ শোনেনি, তাই কারখানার ভেতরে ঢুকে কেমিক্যাল গোডাউনে আগুন লাগিয়ে প্রতিবাদ জানাতে হয়েছে।"
শ্রমিক সংগঠনের একজন নেতা এ প্রসঙ্গে বলেন, "শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে এটি শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার ফল। যদি সময়মতো কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতো, তবে এমন পরিস্থিতি তৈরি হতো না।"
অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা আগুন নেভাতে বিলম্বিত হন। ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, "শ্রমিকদের ক্ষোভ এতটাই তীব্র ছিল যে, আমাদের প্রথমে কাজ করতে বাধা দেয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।"
এই অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের মতে, "অগ্নিকাণ্ডের কারণে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে, যা পুষিয়ে ওঠা কঠিন হবে।" অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, "আমরা যদি এভাবে আন্দোলন না করতাম, তাহলে আমাদের দাবি কেউ শোনার প্রয়োজন মনে করত না। আমরা আমাদের মর্যাদা এবং প্রাপ্য পাওয়ার জন্যই লড়াই করছি।"
বেতন-ভাতা নিয়ে চলমান শ্রমিক অসন্তোষ এই ঘটনার মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy