আব্দুল্লাহ আল মামুন:
গাজীপুরের কাশিমপুর ৩নং ওয়ার্ডে ভয়াবহ একটি হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন সুরেশ রবিদাসের ছেলে নারায়ণ রবিদাস। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী শাওন ও সুমনসহ তাদের সহযোগীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়,১৮ জানুয়ারি রাত্রে হত্যার আগে ভিক্টিমকে উলঙ্গ করে নির্যাতন করা হয়। সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা ও ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এ নৃশংস ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপরাধীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে, এবং তাদের বাড়িঘর ফাঁকা পাওয়া গেছে। এলাকাবাসীর মতে,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অভিযোগ থাকলেও তাদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকার সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত না হলে এলাকার শান্তি ফেরানো কঠিন হবে বলে মনে করছেন এলাকাবাসী।
গ্রেফতারকৃত আসামিরা হলো গাজীপুর মহানগরের কাশিপুর থানাধীন ৩ নং ওয়ার্ড বারেন্ডা লালদীঘি গ্রামের মৃত আব্দুল রব কসাই ও মোসাম্মৎ তানিয়া বেগম দম্পতির ছেলে মোঃ শাওন মোল্লা (৩০)
এবং ফরিদপুর জেলার বোয়ালমারী থানার খামারপাড়া গ্রামের মৃত মাহতাব ও মৃত্যু সাহিদা বেগমের ছেলে মোঃ সুমন শেখ (৩২)।
তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ১৮৬০ সাল ও ২০১৮ সালের পেনাল কোড আইনের ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, তাদের দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং শাওনের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য বিষয়ে মামলা রয়েছে। ১৯ জানুয়ারী(রবিবার)তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy