আব্দুল্লাহ আল মামুন:
গাজীপুরের কাশিমপুরে সাত বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে সুমি আক্তার নামে এক নারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের মামুন নগর মডেল টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় সুমি আক্তার মামুন নগর এলাকার কোহিনুর বেগমের ভাড়াটিয়া বাসায় রুম ভাড়ার কথা বলে প্রবেশ করেন। বাসার সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে তিনি শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাসা থেকে বাইরে নিয়ে আসেন।
পরবর্তীতে বাসার লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। তবে কোথাও তার সন্ধান না পাওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাশিমপুর থানায় অভিযোগ জানান।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে মামুন নগর মডেল টাউন এলাকা থেকে সুমি আক্তারকে আটক করতে সক্ষম হয়।
ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "একটি সাত বছরের শিশুকে অপহরণের অভিযোগে সুমি আক্তার নামের ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং পুলিশ এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy