ডেস্কঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাল নোটসহ ফরিদ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ উপজেলার বুধপাশা গ্রামের মোক্তার মিয়ার ছেলে। ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ফরিদ বাজারে মনু মিয়ার ওষুধের দোকানে এক হাজার টাকার নোট নিয়ে ওষুধ কিনতে যায়। এ সময় খুচরা না থাকায় দোকানদার তাকে খুচরা করে দিতে বলেন। ফরিদ অপর একটি দোকানে টাকা খুচরা করতে গেলে নোটটি দেখে ওই দোকানদারের সন্দেহ হয়। পরে বাজারের ব্যবসায়ীরা ফরিদকে ধরে ফেলেন। এ সময় ফরিদ তার সঙ্গে থাকা কয়েকটি এক হাজার টাকার জাল নোট মুখের মধ্যে দিয়ে চিবিয়ে গিলে ফেলেন।পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জাল নোটসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাল টাকাসহ গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।