এসকে রাসেল,
গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন মোল্যা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বরাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালাউদ্দিন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) গনেশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy