ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনী-সিআরপিএফের এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
আজ বুধবার সকালে কাশ্মীরের সপুরে এই হামলার ঘটনায় এক বেসামরিক নাগরিকও নিহত হন।
সংবাদ প্রতিদিন জানায়, সেনা টহলের সময় আড়াল থেকে এলোপাতাড়ি গুলি চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা।
এখন পর্যন্ত এক জওয়ান নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আর তিন সিআরপিএফ জওয়ান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জম্মু কাশ্মীর পুলিশের ডিআইজি দিলবাগ সিং বলেন, ‘সপুর মডেল টাউনে টহল দেওয়ার সময় নিরাপত্তারক্ষীদের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান জখম হয়েছেন। কয়েকজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে।’
এরপরই জানা যায়, আহত জওয়ানদের মধ্যে অন্তত একজন ইতোমধ্যে নিহত হয়েছেন। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজন স্থানীয় বাসিন্দাও প্রাণ হারিয়েছেন।
এর আগে ২৩ জুন পুলওয়ামায় বন্দুকযুদ্ধে সিআরপিএফের এক জওয়ান ও দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীরে সেনা অভিযান জোরদার করে ভারত। চলতি বছরের প্রথম ছয় মাসেই শতাধিক স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করে ভারতীয় সেনারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy