তৌহিদুল ইসলাম সরকার:নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের মিঠামইন হাওর দেখতে যাওয়ার পথে মোটর-সাইকেল আরোহী দুই বন্ধু দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকার মতিউর রহমানের পুত্র মো.সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫) পিকআপ চাপায় নিহত হয়েছেন।
শুক্রবার(১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ - কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র,প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,সকাল ৮টার দিকে তিনটি মোটর-সাইকেল কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পেছনের একটি মোটর-সাইকেলের সাথে ময়মনসিংহগামী একটি পিক-আপের মুখোমুখী সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল দুই আরোহী ছিটকে পড়েন এবং ঘটনা-স্থলেই একজন মারা যান।
অন্যজনকে নান্দাইল ফায়ার সার্ভিস উদ্বার করে উপজেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়। তারা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে যাচ্ছিলেন।
নিহত দুই বন্ধুর সফরসঙ্গী লুৎফর রহমান জানান,তারা তিনটি মোটর-সাইকেলে করে ছয়জন যাচ্ছিলেন মিঠামইন হাওর দেখতে। পথে মর্মান্তিক সড়ক দু্র্ঘটনায় দুই বন্ধু নিহত হলেন।এ ঘটনায় তাদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, সজিব নামের এক ব্যক্তির মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।অন্য মৃতদেহ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। পিক-আপটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy