কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ-অবরোধ
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
Facebook Twitter share
কিশোরগঞ্জ জেলায় হোসেনপুর গোবিন্দপুরে বাকচান্দা-হোসেনপুর রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ করেছে এলাকাবাসী। ‘জনদূর্ভোগ নিরসনে গোবিন্দপুরবাসী’ ব্যানারে ৫ জুন শনিবার সকাল ১০ টায় গোবিন্দপুর বাজার সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা নেতা আলাল মিয়া,
Surjodoy.com
পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজউদ্দীন ডিলার। ঘন্টাব্যাপী এ সমাবেশে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রবিন মিয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, সোহেল রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন – দীর্ঘ ৬ বছর যাবত বাঁকচান্দা-গোবিন্দপুর রাস্তা ভাঙাচোরা অবস্থায় আছে।
The Daily surjodoy
প্রায় ১০ কিমি: রাস্তা পুরোটাই বড় গর্ত এবং খানাখন্দে ভরপুর। এ এলাকার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে উপজেলা সদর, জেলা এবং রাজধানী ঢাকায় যাতায়াত করে। প্রতিদিন এই হাজারো মানুষ এই রাস্তায় চলতে দূর্ভোগের শিকার হচ্ছে। বিশেষত বয়স্ক মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ বিপদগ্রস্ত। রাস্তা ভাঙ্গার ফলে সড়ক দূর্ঘটানা এখানে নিত্তনৈমিত্তিক ঘটনা।
The Daily surjodoy
এলাকার অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গেছে। খানাখন্দভরা রাস্তায় গাড়ি চালানোর ফলে অসংখ্য অটোবাইক, রিকশা, ভ্যান, বাস নষ্ট হচ্ছে। এর ফলে চালকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অবিলম্বে এলাকার সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার জরুরি। আমরা ইতিপূর্বে দেখেছি রাস্তা সংস্কার শুরু হলেও তা শেষ হয়নি। রাস্তা সংস্কারে গাফিলতির সাথে জড়িত ঠিকাদার, প্রকৌশলীদের জবাবদিহিতার আওতায় এনে বিচার করতে হবে।’
The Daily surjodoy
বক্তারাঅবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে আগামী দিনে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
The Daily surjodoy
দাবিসমুহ :
১. অবিলম্বে বাঁকচান্দা-হোসেনপুর রাস্তা সংস্কার কর।
২. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ ও যানবাহনের ক্ষতিপূরণ দিতে হবে।
The Daily surjodoy
উক্ত মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফরিদ মাসুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা শিহাবুদ্দিন শিহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply