প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ২:৫৮ এ.এম
কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে পুলিশের গুলিবিদ্ধ আহত যুবলীগ নেতার মৃত্যু
শামীম সরকার নিজস্ব প্রতিবেদকঃ
গত রবিবার, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হওয়া যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৪০) অবশেষে হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যুবলীগ নেতা দেলোয়ারের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে,তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ গোবরিয়া (জাব্বা পাড়া) ভোট কেন্দ্রে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশের ছিটা গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেনসহ একই গ্রামের রানা, সাথিল ও ছাব্বির আহত হন। গুরুতর আহত দেলোয়ার হোসেন পরদিন সোমবার, ২৯ নভেম্বর রাতে ঢাকা হেল্থ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যান্য আহতরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাতেই দেলোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy