শামীম সরকার নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত বছরের ন্যায় এ বছরও বই উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিন শনিবার (১ জানুয়ারি) কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভিড় এড়াতে এবার ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।
সকালে জেলা শহরের শোলাকিয়া এলাকার ডি এল লাহিড়ী সরকারি শহর পাঠশালায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ বিতরণ কার্যক্রম করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বই বিতরণে আনুষ্ঠানিকতা না থাকলেও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উৎসব আমেজে নতুন বই সংগ্রহ করে।
বই বিতরণ কার্যক্রমে ডি এল লাহিড়ী সরকারি শহর পাঠশালার প্রধান শিক্ষক জাহানারা ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, ছাবিকুন নাহার, রতনা আক্তার, সুমন কল্যান চৌহান, আয়েশা আক্তার সাথী, বিকাশ চন্দ্র সরকার, জাহানারা বেগম, দিলরুবা আক্তার ও মাদিহা ইসলাম অংশ নেন।
প্রধান শিক্ষক জাহানারা ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy