নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক শিক্ষকের বিরুদ্ধে হামলা, মারধর,মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জাল দলিল করে সম্পত্তি জবরদখল করার প্রতিবাদে ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধা মা ও ছোট সাত ভাই-বোন।
শনিবার (২০ মার্চ) দুপুরে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায় নিজ বাড়িতে ফারুক মিয়া নামে ওই শিক্ষকের বিরুদ্ধে বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫) সহ ওই শিক্ষকের ছোট ভাই রাকিবুর রহমান রফিক (২৭),সাকিবুর রহমান শফিক (২৫),দোসর রহমান (২১),কিশোর রহমান (২১) ছোট বোন সাংবাদিক ফারজানা আক্তার (৩৩),আফরোজা আক্তার আইরিন (৩০) ও পাপিয়া সুলতানা পলাশী (২৫) উপস্থিত থেকে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারা স্থানীয় আলিফ বিজ্ঞান এন্ড কারিগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল উপজেলার বড়খারচর মহল্লার মরহুম আব্দুর রাশিদের পুত্র ফারুক মিয়া কর্তৃক বিভিন্ন কৌশলে তৈয়ারীকৃর বিভিন্ন জাল দলিল,জাল এনআইডি, বিভিন্ন কর্মকর্তাদের জাল স্বাক্ষরিত সনদের বিভিন্ন কাগজপত্র তুলে ধরে জন্মদাত্রী মা ও ভাই-বোনেরা বলেন, ফারুক মিয়া দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমির দাগ খতিয়ান ও চৌহদ্দি ব্যবহার করে জাল দলিল তৈরি করে তাদের জায়গা-জমি জবরদখল করে খাচ্ছে।
প্রতিবাদ করায় পরিবারের সকল সদস্যদের স্তব্ধ করে রাখার জন্য তাদের নামে ১৯টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং ফারুক মিয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দিয়ে তাদের উপর হামলা,মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে।
তারা আরো বলেন,গত ১৯ মার্চ শুক্রবার রাকিবুর রহমান রফিক,সাকিবুর রহমান শফিক ও পাপিয়া সুলতানা পলাশী নামে তিন ভাই-বোন বিসিএস পরীক্ষায় অংগ্রহণ করেন। অথচ ওই দিনের ঘটনা দেখিয়ে তাদেরকে জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে শিক্ষক ফারুক মিয়া। সে দুইবার তাদের মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিলো বলে জানায়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ফারজানা আক্তার বলেন,পূর্ব আক্রোশের জের ধরে গত ১৯ মার্চ শুক্রবার সকাল ৯ টার দিকে পূনরায় তাদের উপর হামলা চালায় বড় ভাই ফারুক মিয়া। এসময় ফারজানা আক্তারের এক হাত ভেঙে দেয়। ফারজানা আক্তার চিকিৎসাধীন অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছুটি নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় তিনি অভিযোগ করে বলেন,তাদের বড় ভাই ফারুক মিয়া স্কুল ও কলেজের শতশত শিক্ষার্থীদের নামে বিভিন্ন
ভূয়া সনদ তৈরি করে উপবৃত্তির টাকা আত্মসাৎ করাসহ তাদের পরিবারের সদস্যের ছবি ব্যবহার করে বিভিন্ন ভূয়া রেজিস্ট্রেশন করে বিভিন্ন সনদ,সার্টিফিকেট, এনআইডি তৈয়ার করে শিক্ষার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং উর্ধতন বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বহু অপকর্ম করে আসছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনসহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এসব অপকর্মের সুষ্ঠ তদন্ত ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করণের আবেদন জানান এবং তাদের উপর হামলা,মিথ্যা মামলা,জাল দলিল করে জায়গা-জমি জবরদখল সহ বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রফিক উদ্দিন,আরটিভি প্রতিনিধি আল আমিন টিটু,বিজয় টিভি প্রতিনিধি আনোয়ারুল হক আমান,মাই টিভি প্রতিনিধি মুহাম্মদ কাইয়ূম হাসান,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার শাহিন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম ও বাংলা টিভি প্রতিনিধি খসরু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..