নিজস্ব প্রতিবেদক-মানসিংহ :
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক দিদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । সে পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া এলাকার ইসরাঈল মিয়ার ছেলে।
আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পুলেরঘাট মাইজহাটি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদার পাকুন্দিয়া বাজারের একজন মুদি দোকানদার। আহুতিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম
তিনি জানান, সন্ধ্যায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি বাসের সাথে কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর দিকে যাওয়া সময় বৈশাখী ফিলিং স্টেশনের সামনে দিদারকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।