তৌহিদুল ইসলাম সরকার:
কিশোরগঞ্জে রিপোটার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ সমবায় ভবনের বিডি চ্যানেল ফোরের কাযার্লয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিডি
চ্যানেল ফোরের প্রধান সম্পাদক ও রিপোটার্স ইউনিটির আহবায়ক আহমাদ ফরিদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক বণিক বাতার্র জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মিনহাজ কুরায়শী ছোটন,
সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী,
দৈনিক রুপালী বাতার্র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিপন, সিএনন বাংলার কামরুজ্জামান রাসেল, কলামিষ্ট সাদেক আহমেদ. কবি রাশেদ মনির, দৈনিক সবুৃজ নিশানের জেলা প্রতিনিধি ফরহাদ
ইসলাম, বিডি চ্যানেল ফোরের চীফ রিপোটার্র রিফাত ইসলাম, কালের নতুন সংবাদের বার্তা সম্পাদক সোহেল রানা।
ইফতার মাহফিল পরিচালনায় ছিলেন
কিশোরগঞ্জ রিপোটার্স ইউনিটির সদস্য সচিব ও কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম।
Leave a Reply