নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে কালাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে একাধিক মামলার কুখ্যাত ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র,গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার মাত্রই ইউপির বানদির্ঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র,গুলিসহ বিপুল পরিমান মাদক ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদ উদ্ধার করে পুলিশ৷
গ্রেপ্তারকৃতরা হলেন,জেলার কালাই উপজেলার মাত্রই ইউপির বানদির্ঘী গ্রামের ছফির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী মাহবুব (৪২), কালাই থানা পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৪) ও গাইবান্ধা জেলার গোবিন্দঞ্জের আয়ভাঙ্গী গ্রামের হামিদের ছেলে সামাদ (৩২)।
কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি)সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করার পাশাপাশি রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
ওসি আরো জানান, বুধবার সন্ধার আগ মুহূর্তে পুলিশের কাছে এক গোপন সংবাদ আসে মাত্রই ইউপির বানদির্ঘী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গ্রেপ্তারকৃত ডাকাতরা উক্ত গোপন সংবাদের বিষয়টি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম স্যার কে অবহৃত করে।
গোপন সংবাদের ভিক্তিতে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করে। এবং তাদের কাছে থাকা দুই রাউন্ড গুলি,দেশীয় অস্ত্র লোহার হাতুরি, ছুরি, কাঠের লাঠি, দুইটি চোরাইকৃত মোটরসাইকেল,বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট,বিদেশী মদ,গাঁজা উদ্ধার করেছে কালাই থানা পুলিশ
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..