মোঃশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা
হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিলো বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ।
এসময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন ২৭ কুড়িগ্রাম -৩ উলিপুর।
উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র উলিপুর পৌরসভা।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা, উলিপুর থানা অফিসার ইনচার্জ ওসি আশরাফুজ্জামান। অদ্যক্ষ আহসান হাবীব রানা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা।
এসময় বক্তারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মুক্তিকামী বাঙ্গালীর সম্মুখে পাকিস্হানী বন্দুকের নিশানার মুখে হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙ্গার যে অভূতপূর্ব বিধ্বংসী ভাষন দিয়েছিলেন সেটাই ছিলো স্বপ্নের স্বাধীন বাংলাদেশের জন্মযন্ত্রনার শুরু অবশেষে রক্তাক্ত ৯ মাস পর ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময় ভুমিষ্ঠ হয় স্বাধীনতা, তাই আজ বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হয়ে মাথা উুঁচু করে হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে ভেতো বাঙ্গালীর চীরন্তন গৌরবময় ঐতিহাসিক ৭ই মার্চ।
আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপার সাংবাদিক বৃন্দ
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy