কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের গুরুত্বপূ্র্ণ বাজারসমূহ সিসি ক্যামেরার আওতায় আনা হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বুধবার রাতে রাজারহাট বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় উপজেলা সদর বাজারে ১৬টি সিসি টিভি ক্যামেরার উদ্ধোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, বাজারগুলোর চুরি ঠেকাতে তৎপর রয়েছে জেলা পুলিশ।পুলিশের রাত্রিকালীন টহল জোড়দার করা হয়েছে।পর্যায়ক্রমে কুড়িগ্রামের গুরুত্বপূ্র্ণ সকল বাজার সিসি টিভির আওতায় আনা হবে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ এর সঞ্চালনায় ও সদর বাজার বনিক সমিতির সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুরে তাসনিম,বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy