এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৩০৪টি পরিবারের মাঝে একযোগে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ সময় রাজারহাট উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি), কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা হিল জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন
রাজারহাট উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ৩০৪ জন সুবিধাভোগী গৃহহীন পরিবারবর্গ।
উপকারভোগী পরিবারের সদস্যসহ উপস্থিত সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন ও ভুয়ষী প্রশংসা করেন।