কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের স্বীকার মেয়েটির বাবা রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ফুলবাড়ী থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীর সাথে একই ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলের হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল।হুমায়ুন কবির গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ওই কিশোরীকে বিয়ের কথা বলে তাঁর সঙ্গী সুজনকে পাঠিয়ে তাকে উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের একরামুলের বাড়ীতে নিয়ে আসে।সেখানেই আলামিন ও শামিম হোসেন সুজনের সহযোগিতায় প্রেমিক হুমায়ুন কবির ও বাড়িওয়ালা একরামুল কিশোরীটিকে জোড়পূর্বক ধর্ষণ করে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতনের স্বীকার মেয়ের বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেছেন।ফুলবাড়ী থানায় মামলা নং- ১৬। ইতিমধ্যেই দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুইজন আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy