মোঃ শাহজাহান খন্দকার
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতি সভা কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) কুড়িগ্রাম মো. মাসুদ রানা, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেসা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ব্যাংক-বিমার কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।