আব্দুর রাজ্জাক, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী থানা পুলিশ ১২ এপ্রিল বিকাল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা ব্যাপারীটারী এলাকা থেকে রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানাধীন কলেজপাড়া এলাকার কুখ্যাত মাদক কারবারি রাসেল আহাম্মেদ রাজু (২৮) কে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে, আমরা সবার সহযোগিতা কামনা করি।