কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা মৎস সম্পদ আইন বাস্তবায়নে পরিচালনা অভিযান মোবাইল কোট করা হয়।মৎস অফিস থেকে জানা যায় গতকাল ১৭ অক্টোবর দুপুর ১ টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার শালঝোড় নদী থেকে পাটেশ্বরী ব্রীজ পাড় পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে অবৈধ চায়না দুয়ারি ২০ মিটার করে ৬৮০ মিটার মোট ৩৪ পিচ যার বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা,কারেন্ট জাল ৮ টি ২ হাজর মিটার বাজার
মুল্য ৪০ হাজার টাকা এবং দুইশো টাকা করে ৩ জনকে জরিমানা করে জাল গুলো জব্দ করা হয়।এই অভিযানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম ফেরদৌস,মৎস অফিসার বদরুজ্জামান রানা,ভূরুঙ্গামারী থানা পুলিশসহ মৎস দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।
পরে অভিযান শেষে উপজেলা চত্বরে ওই রাতেই রাত ৮ টায় অভিযানের জব্দ কৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল গুলো সহকারী কমিশনার ভূমি তাহমিদুল ইসলামের উপস্থিতিতে জাল গুলো আগুনে পোড়ানো হয়।
এসময় উপজেলা মৎস অফিসার বদরুজ্জামান রানা দৈনিক সূর্যোদয়কে বলেন চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে জেলেরা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বসায়।সব ধরনের দেশীয় মাছ সূক্ষ্ম এ জালের ফাঁদে ধরা পড়ছে।বিশেষ করে নদ- নালার পানি বৃদ্ধি, হ্রাস ও মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা চিংড়ি, পুটি, ট্যাংরা, কই, শিং,বেলে,বোয়াল,শোল, টাকিসহ দেশি প্রজাতির সব মাছ এই চায়না দুয়ারি নামক জালে নিধন হচ্ছে। এতে করে ক্রমেই মাছ শূন্য হয়ে পড়ছে নদ- নদী ও খাল বিলে।আমাদের এই অভিযান অব্যবহৃত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy