প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২০, ১:১৫ এ.এম
কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন ঠেকাতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘ত্রাণ চাই না ভাঙ্গন প্রতিরোধ পদক্ষেপ চাই’ এই শ্লোগান নিয়ে কুড়িগ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী।
শনিবার (১২সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ সময় স্থানীয় আল্লী মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন আবু বক্কর মিয়া, মোকসেদ আলী, শমসের আলী, বাবলু মিয়া সহ অনেকে।
বক্তারা বলেন, গত ১৫ দিন যাবত হইতে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের দুই কিলোমিটার ধরলা নদীর পূর্ব অংশে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এতে পুরাতন বসতভিটা আবাদি জমি মূল্যবান গাছপালা দুটি বাঁধ রাস্তার আংশিক স্থান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। পৈত্রিক ভিটেমাটি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয়ের আশায় ঘুরছে বেশ কিছু লোক কোথায় হবে তাদের ঠিকানা। আর যারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন তারা চলে গেছেন অন্যএ। অব্যাহত ভাঙ্গন আতঙ্কে রাতে নদীর পাড়ের মানুষ ঘুমাতে পারছে না। কখন যে তাদের শেষ সম্বল টুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতংকে দিন পার করছেন তারা। ভাঙ্গনরোধে সরকারের দ্রুত বরাদ্দ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy