আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার উলিপুর পুলিশের অভিযানে গত ০৪ মে বিকেল আনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর মাছ বাজার এলাকা থেকে পাঁচপীর এলাকার মাদক কারবারি আলাল উদ্দিন (৪২), লোকমান হোসেন মুকুল (৩৮) ও আজিজার রহমান (২৯) কে ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ অর্থ ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার পুলিশ।অপর আরেকটি অভিযান চালায় রাজিবপুর থানা পুলিশ অদ্য ৫ মে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানাধীন জালসিরাবাদ মোড়ে রৌমারী থানার ঠনঠনিয়া এলাকার মাদক কারবারি নুর নবী (৩১) কে ১৩ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আরও বলেন মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা কামনা করি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy