আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মে রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ৬নং জযমনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাব নামক এলাকা থেকে ছোট খাটামারি ক্লাব গ্রামের মজিবুর রহমান (৫০), ছোট খাটামারী বসুনটারী গ্রামের, আমিনুল ইসলাম (৩৫), রুহুল (৩৫), আফজাল হোসেন (৩২), বেলাল হোসেন (২৫), মোঃ সাগর (৩৫), মোঃ আলাল মিয়া (৩০), মোঃ নুরুনবী (৩০), আইকুমারীভাতি গ্রামের তরিকুল ইসলাম (৫০), ছোটখাটামারী গ্রামের আয়নাল (৪০), হাফিজুর রহমান (৪০),
বড় খাটামারী গ্রামের আলম মিয়া (৪০) দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
অন্যদিকে জেলার রাজারহাট থানা পুলিশ কর্তৃক একই দিনে রাত্রি আনুমানিক ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানাধীন ২নং ছিনাই ইউনিয়নের বৈদ্দের বাজার এলাকার এনামুল হক (৫৪), বানেশ্বর নীলকন্ঠ গ্রামের, আপন আলী (৩৮), বৈদ্যের বাজারের, নারায়ন চন্দ্র রায় (৪৫), কাঞ্চিপাড়া গ্রামের বাবু মিয়া (৩৬), ছাত্রজিৎ গ্রামের স্বদেশ চন্দ্র রায় (৫০) দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন,জেলায় আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।