আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলেছেন তারি বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে নাগেশ্বরী থানা পুলিশ।
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ ৩০ মার্চ আনুমানিক ২২.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভা এলাকার পূর্ব বালাটারী এলাকা থেকে নাগেশ্বরী পচিম রামখামা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক কারবারি জিয়ারুল ইসলাম(২৬), চান্দেরহাট এলাকার সাজু মিয়া (২৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেড়াভাঙ্গা গ্রামের ইসরাফিল/মাহাবুব (৩৮) দেরকে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। সে সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন এই জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy