আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও জুয়া খেলার জিরো টলারেন্স ভূমিকা রেখে যাচ্ছেন ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।ওসি ভূরুঙ্গামারী থানার দায়িত্ব নিয়েছেন ৩ মাস আগে। দায়িত্ব নেওয়ার পর থেকেই ওসি নিজে ও তার নির্দেশনায় দিন রাত নির্লস ভাবে কাজ করে যাচ্ছে থানার বাকী পুলিশ সদস্যরা মাদক ও জুয়ার বিরুদ্ধে।এর মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য নিজের পরিচয় গোপন রেখে কাপড় ব্যাবসায়ি ও বিভিন্ন পরিচয়ে এই অভিযান গুলো চালিয়ে আসামি ধরে বেশ সাধারণ জনগণের মাঝে সারও ফেলেছে এ যাবত।
তারি ধারাবাহিকতায় ৭ এপ্রিল ভুরুঙ্গামারী থানা পুলিয় বিশেষ অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে জুয়া খেলার অপরাধে হাতে নাতে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভরতেরছড়া মৌজাস্থ এজাহারে বর্ণিত পলাতক আসামী আনিছুর রহমান (৩০), পিতা-মৃত আবেদ আলী ব্যাপারী এর বসত বাড়ির উত্তর দুয়ারী চৌচালা টিনসেড হাফ বিল্ডিং ঘরের ভিতর তাস ও টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় আসামী খয়বর আলী (৪০), পিতা-মৃত আকবর আলী, ফজলু মিয়া (৩৫), পিতা-মৃত আবেদ আলী, উভয় সাং-চর লুছনী, থানা-নাগেশ্বরী, এরশাদুল হক (৫০), পিতা-মৃত রোস্তম আলী,সাং-দক্ষিণ ভরতেরছড়া, জাক্কু মোল্লা (৪৫),পিতা-মৃত আনসার আলী মোল্লা, সাং-গনাইয়েরকুটি, মোফাজ্জল হোসেন (৪০), পিতা-মৃত একাব্বর আলী, সাং-বাগভান্ডার খয়বর মোড়, শাহীন মন্ডল (৩৮), পিতা-মোঃ ওয়াজেদ মন্ডল, সাং-উত্তর ভরতেরছড়া, সর্ব থানা-ভূরুঙ্গামারী, কোরবান আলী (৫০), পিতা-মৃত আহম্মেদ আলী, সাং-মংলারকুটি, আব্দুস সামাদ (৫৫), পিতা-মৃত জহর উল্লাহ, সাং-কেদার (হাজীপাড়া), উভয় থানা-কচাকাটা, আনোয়ার হোসেন (৩৩), পিতা আলা উদ্দিন, সাং-চর সতিপুরি, লুৎফর রহমান (৫০), পিতা-মৃত আমির আলী, সাং-টেপারকুটি, জহুরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-গোলেরহাট, উভয় থানা-কচাকাটা, ৭ এপ্রিল রাতে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে জুয়া খেলার নগদ ২৮,০৩০/- (আটাশ হাজার ত্রিশ) টাকা,৬ টি মোবাইল ফোন, ৪ সেট তাস ও জুয়ার খেলায় ব্যবহৃত সাদা মার্কিণ কাপড় এবং জুয়ার আসর হতে ৩ টি মোটরসাইকেল উদ্ধার করে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীগণ সহ পলাতক আসামী (বাড়ির মালিক) উপজেলার আনিছুর রহমান (৩০), পিতা-মৃত আবেদ আলী ব্যাপারী, সাং-দক্ষিণ ভরতেরছড়া, এর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ১২ ধারাঃ ধারাঃ ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা সত্যাতা নিশ্চিত করে বলেন আসামি ১ জন পলাতকসহ আটককৃত ১১ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলা দিয়ে
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।স্থানীয়দেরও সহযোগিতা চান থানার এই নবাগত অফিসার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy