আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের উত্তরের অঞ্চল কুড়িগ্রাম জেলা।এই জেলা চর অঞ্চল ও হত দরিদ্রের মানুষের সংখ্যা অনেক বেশী।এই জেলার অন্যতম একটি উপজেলা ভূরুঙ্গামারী।উপজেলার প্রায় ৩-১৫ কিলোমিটার দূরত্ব তিন দিকেই ভারত অবস্থিত।এই উপজেলায় তিন দিকে অন্য রাষ্ট্র হওয়ায় সেই রাষ্ট্র থেকে মাদকের আমদানিটা অনেক বেশী।তাই এই মাদকের সাথে এই উপজেলার মানুষ অনেকেই জড়িত।ওসি নজরুল ইসলাম ভূরুঙ্গামারী থানায় যোগদান করার পর থেকেই মাদক,বাল্য বিবাহ নিয়ে জিরো টলারেন্স ভূমিকা পালন করে যাচ্ছে।তারি ধারাবাহিকতায় প্রতিনিয়ত মাদক গাঁজা,ফেনসিডিল, ইয়াবা,হিরোইনসহ আটক হচ্ছে অনেকেই।মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ওসি নজরুল ইসলামসহ থানার পুলিশ ইতি মধ্যেই সুনাম অর্জন করেছেন উপজেলার সাধারণ মানুষদের কাছ থেকে।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন বাহির থেকে গ্রামে আসবে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এছাড়াও নিরবিচ্ছিন্ন যান চলাচলের জন্য নিরাপত্তাসহ উপজেলার আভ্যন্তরীন,মহাসড়ক ও উপজেলার প্রাণকেন্দ্র দার্শনিক স্থানগুলোতে আমাদের নজর দারিতে থাকবে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা,সহিংসতা,ছিনতাই মারামারির কোনো প্রভাব না পরে।
তিনি আরও বলেন জেলা পুলিশ সুপার ঈদ আনন্দ নিশ্চিতকল্পে নিরাপদ পরিবেশ ও অত্র জেলার উপর দিয়ে যাওয়া মহাসড়কগুলোতে নিরবিচ্ছিন্ন যান চলাচলের সাবির্ক নিরাপত্তার লক্ষ্যে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা হাতে নিয়েছে ও আমাদেরকেও অনেক দিক নিদর্শনা দিয়েছেন শান্তি পূর্ণ ভাবে ঈদ হওয়ার লক্ষ্যে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন আমি জানতে পেরেছি ঈদকে সামনে রেখে অনেকেই মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে সেদিকেও নজরদারি রয়েছে।শান্তিপূর্ন নিরাপদ পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপনে সন্তুষ্টিই থানা পুলিশের প্রত্যাশা ও স্বার্থকতা। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুলিশের পক্ষ
ভূরুঙ্গামারীবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা জানান এই অফিসার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy