প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৩:০৩ পি.এম
কুড়িগ্রাম জেলায় কারাগারে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা
মোঃশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলায় কারাগারে মাদকবিরোধী জনসচেতনতা ও মাদক না নেয়ার শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবু জাফরের প্রচেষ্ঠায় ভারপ্রাপ্ত জেল সুপার নিশাত তামান্নার সভাপতিত্বে জেলার আবু ছায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
অতিথিবৃন্দ বলেন, যারা মাদকের মামলায় কুড়িগ্রাম কারাগারে আটক আছেন, তারা যেন কারাগার থেকে ফিরে আর মাদকের সাথে না জড়ান। তাদের স্বাভাবিক সুস্থ, সুষ্ঠু, ইতিবাচক ও কর্মময় নান্দনিক জীবনে ফিরে আসতে পারে সে ব্যাপারে প্রেরণা ও প্রেষণার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিবৃন্দ। একই সাথে মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সম্মিলিত সহযোগিতার কথাও উল্লেখ করেন বক্তারা
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy