কুড়িগ্রাম জেলার চিলমারীতে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের চিলমারীতে কড়াই বরিশাল এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তা এক নারীকে নৌকায় তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সফিকুল ইসলাম(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার অষ্টমীচর ইউনিয়নের পশ্চিম ডাটিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই যুবক অষ্টমীরচর ইউনিয়নের পশ্চিম ডাটিয়ারচর গ্রামের জমের আলী আকন্দের ছেলে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা গেছে,ধর্ষণের শিকার ওই নারীর সাথে অভিযুক্ত সফিকুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল।
প্রেমের সুত্র ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ছয়টার দিকে সফিকুল বিয়ের কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছ বাগান ঘাট থেকে নৌকায় তোলে।
নৌকায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এক পর্যায়ে নারীকে ধর্ষণ করে সফিকুল। পরে রাত ৯টার দিকে নারীকে কৌশলে তার বাড়ির পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায় লম্পট।
এ ঘটনায় শনিবার রাতে ওই নারী নিজে বাদী হয়ে সফিকুল ইসলাম এবং তার সহযোগীসহ পাঁচজনকে আসামি করে চিলমারী থানায় মামলা দায়ের করেন।
পরে রোববার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সফিকুল ইসলামকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy