প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২১, ৬:০৪ পি.এম
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
আশিকুর রহমান ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের লক্ষ্যে ২১ জানুয়ারি দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। তারা জানান, এ উপজেলায় ১৬৫ গৃহহীন পরিবারের প্রত্যেককে ২ শতক জমিতে পাকা ঘর করে দিচ্ছে সরকার। এতে ব্যয় হচ্ছে ২ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা। ৯০ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিং এ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন,সৃষ্টি টেলিভিশনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),দৈনিক তৃতীয় মাত্রা উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy