1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে বালু ও মাটি কাটার মহাউৎসব
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে বালু ও মাটি কাটার মহাউৎসব বাঘায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিরপুর থানা যুবদলের ১২ নং ওয়ার্ডের কর্মী সন্মেলন অনুষ্ঠিত কক্সবাজার দক্ষিণ বনবিভাগে ১৫ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু সহ চলতি মাসেই ৩ হাতির মৃত্যু হয় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা উলিপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে কমিউনিটি ক্লিনিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সহ তিন বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চুড়ান্ত বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলায় আসামী ১১২ জন কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের নৃশংসতায় প্রাণ গেল তরুণের

কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে বালু ও মাটি কাটার মহাউৎসব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ৫.১১ পিএম
  • ৪ বার পঠিত

শাহজাহান আলী :

কুড়িগ্রাম জেলা জুড়ে চলছে বালু,মাটি বিক্রির উৎসব। বালু মাটি খেকো দের কবল থেকে বাদ পরেনি ব্রাহ্মপুত্র, তিস্তা, ধরলা কোনটাই। এ-ই ধ্বংসাত্মক উৎসবের আয়োজনে মেতেছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি সিন্ডিকেট মহল। বিশেষ করে রাজারহাট, উলিপুর, চিলমারীতে এ-ই ধ্বংসাত্মক আয়োজনের প্রভাব উল্লেখযোগ্য। কিছুতেই থামানো যাচ্ছে না, এ-ই সিন্ডিকেট মহলকে। সাংবাদিক লেখা লেখি করলে এবং প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে পরতে হচ্ছে হুমকির মুখে। নতুন বাংলাদেশে অপরাধীদের অপরাধ করার অধিকার ও যেন আইনসিদ্ধ, এমনটাই মনে হয়!!!

লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার বিভিন্ন উপজেলার বুক চিরে বয়ে চলেছে বুড়ী তিস্তা নদী। অসচেতনতায় কালের পরিক্রমায় ধীরে ধীরে ভরাট হয়ে গভীরতা হারিয়ে ফেলে,হারিয়ে ফেলে তার বয়ে চলার সক্ষমতা। ফলে বৃষ্টির মৌসুমে এ তিস্তা নদী বিস্তৃত এলাজা লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম যেদিক দিয়ে বয়ে গেছে এ-ই নদী, সেসব জলাবদ্ধতা ও বণ্যা কবলিত হয়। কৃষি ফসল নষ্ট হয়, বৃদ্ধি পায় পানি বাহিত রোগের প্রাদুর্ভাব। জনজীবনে প্রতিফলিত হয়ে এ-র বিরুপ প্রভাব। কৃষি ফসল নষ্ট হবার কারনে জাতীয় জীবনে খাদ্য ঘাটতি দেখা দেয়। এ-ই জাতীয় খাদ্য ঘাটতি পুরনে এবং জাতির খাদ্যের চাহিদা পুরন করতে সরকারকে অন্য রাষ্ট্র থেকে উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রায় বিনিময়ে খাদ্য সংগ্রহ করতে হয়। এতে যেমন বৈদেশিক মুদ্রা অপচয় হয়, অপরদিকে উচ্চমূল্যে কেনা এ-ই খাদ্য ভর্তুকি দিয়ে জনগনের মাঝে বিক্রি করা হয়, পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করলে দেখা যায়, একদিকে বৈদেশিক মুদ্রা অপচয়, অপরদিকে দেশীয় মুদ্রা ঘাটতি, মোট বিষয় হলো আমরা দুই দিক দিয়েই ক্ষতিগ্রস্থ হচ্ছি। বিগত সরকার জলাবদ্ধতা,বণ্যার কবল থেকে কৃষি ফসল ও জনজীবনকে রক্ষা করতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এ-ই বুড়ী তিস্তা নদী খনন প্রকল্প হাতে নেয়। রাজস্বের কোটি কোটি অর্থ ব্যয় করে খনন করা হয় বুড়ী তিস্তা, তৈরি করা হয় নদীর দুপারের বাধ / গড়। যৌবন ফিরে পায় বুড়ী তিস্তা। বৃদ্ধি পায় মাছের প্রজনন, এক ফসলী জমি দ্বী ফসলী জমিতে পরিনত হয়,জলাবদ্ধতা ও বণ্যা প্রাদুর্ভাব কমে আসে জনজীবনে। বিগত সরকারের হাজারো খারাপ কাজের মধ্যে বুড়ী তিস্তা খনন একটি প্রশংসনীয়। বিগত সরকারের সময়েও একটি মহল তিস্তা খননের সুফলকে নাস্যাৎ করতে তিস্তার দুই পারের গড়ের মাটি কেটে বিক্রি করে, তিস্তাকে আবারও আগের মতো করার চেষ্টা করে, তখন এ-ই ন্যাক্যার জনক কাজগুলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামিলীগ এ-র ছত্রছায়ায় থাকা একটি মহল। বর্তমান সরকারের সময়েও ন্যাক্যারজনক এ-ই কাজটি করছে বি,এন,পি এ-র রাজনৈতিক দলের পরিচয়ে একটি মহল। তারা নিজেও জানে তারা কি করে? এরা রাষ্ট্রের শত্রু, এরা কিভাবে একটা খ্যাতনামা রাজনৈতিক দলের সদস্য হতে পারে? সরেজমিনে অনুসন্ধানে দেখায়ায়, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার যেদিক দিয়ে তিস্তা নদী বয়ে গেছে, যেদিকে খনন করা হয়েছিল, তার দুই পারের গড় প্রায় নিঃচিহ্ন। বিগত সরকারের সময় একগ্রুপ, বর্তমান সরকারের সময়ে বিএনপির নামে আরেক গ্রুপ। অপরাধ একই রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে অপরাধীর। আরও গভীর অনুসন্ধানে জানা যায়, বিগত সময়ে ব্রাহ্মপু্ত্র নদের বালু চুরি, তিস্তা নদী গড়ের মাটি চুরির সাথে জড়িত ছিলেন, সাবেক এমপি মতিন, তার সহকারী বাবলু, মতিন এমপির ছেলে মারযান, গবা পান্ডের ছেলে কৌনিক, ধামশ্রেনী ইউনিয়নের আওয়ামী নেতা সূজা প্রফেসর, মাহফুজ উলিপুর উপজেলার ধামশ্রেনী, হাতিয়ে ইউনিয়ন এবং উপজেলার গোলাম হোসেন মন্টু সহ উলিপুর আওয়ামিলীগ এ-র নেতৃস্থানীয় ব্যাক্তি। চিলমারীর উপজেলার বালু সিন্ডিকেট চলতো উপজেলা চেয়ারম্যান, এবং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল এ-র তত্তাবধানে। শুধু তিস্তা, ব্রাহ্মপুত্রই নয়, ধরলা নদীও বাদ পরেনি বালু খেকো, মাটি খেকোদের কবল থেকে। বর্তমান সরকারের সময়েও প্রেক্ষাপট একই রয়েছে, শুধু পরিবর্তন হয়েছে ব্যাক্তির নামের, রাজনৈতিক দলের। কুড়িগ্রাম ধরলার পাড়, উলিপুরে তিস্তা, চিলমারীর ব্রাহ্মপুত্র, সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, চিলমারীর ফকিরের হাট, কাচকল এলাকায় প্রতিযোগিতা করে বালু মহল করা হচ্ছে, প্রশাসন একটি বন্ধ করে দিলে পরের দিন আরও তিনটি বালু মহল তৈরি হয়ে। জোর দৌড় পাল্লা চলে বালু মহল নিয়ে। ব্রাহ্মপুত্র নদী এলাকা জুড়ে রয়েছে অর্ধশতাধিক ড্রেজার, এসব করে বালু কার তত্তাবধানে পরিচালিত হয়ে আসছে, জানেনা কেউই, তবে কিভাবে চলে? ফকিরের হাট এলাকার স্থানীয় সূত্র জানায়, রানীগঞ্জ সাবেক চেয়ারম্যান বিএনপি সমর্থিত আঃ করিম এ-র নেতৃত্বে কয়েকটি ড্রেজার চলে। ড্রেজার কবলিত এলাকায় বসত বাড়ী হুমকির মুখে, নদীগর্ভে যাচ্ছে কৃষি জমি। আমরা এলাকাবাসী তাকে নিষেধ করেছি,কিন্তু সে কিছুই তোয়াক্কা করে না। স্থানীয় সূত্র আরো জানায় এখানে বালু সিন্ডিকেট এ-র তিনটি গ্রুপ রয়েছে, করিম, বারী এবং হানিফ চেয়ারম্যান্যান এ-র। হানিফ চেয়ারম্যান এ-র সাথে কথা হলেও অপর দুই জনের সাথে কথা বলা যায়নি। বালু মহলের সাথে হানিফের সংশ্লিষ্টতা থাকলেও, তিনি বিষয়টি এরিয়ে গেছেন।
উলিপুরের হাতিয়া ইউনিয়নের ভবেশ,পালের ঘাট বালু মহল ঘুরে দেখা যায় একই চিত্র। পালের ঘাটের বালু ব্যাবসায়ী রানু মেম্বার বলেন, আগে এ-ই বালু মহল গুলো আওয়ামিলীগ চালাত। সরকার পতনের পরে থেকে হাতিয়া, ধামশ্রেনী, উলিপুর উপজেলা বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন মিলে এ-ই বালু মহল গুলো চালাচ্ছি। অনুমতি র বিষয়ে জানতে চাইলে, জবাবে বলেন, আপনারো তো বোঝেনই, সবাইকে কিছু কিছু করে দিয়ে এ ব্যাবসা করতে হয়। এটা তো বৈধ ব্যাবসা নয়, যে চাইলে অনুমতি পাওয়া যাবে। কিছু কিছু করে সবাইকে দিতে হয়, কি এবং কাকে দিতে হয়, সেটি সাংবাদিকরা বুঝতে পারে না।

বুড়ী তিস্তা অনুসন্ধানে দেখা যায়, প্রায় সবাই জায়গায় তিস্তার নালার গড় কেটে মাটি বিক্রি করা হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য তবক পুর রাজার চাতাল থেকে পূর্ব – দক্ষিণে রেললাইন পর্যন্ত, উলিপুরে গুনাইগাছ ব্রিজ থেকে পশ্চিম দিকে, ধামশ্রেনীর ভদ্রপাড়া থেকে খেয়াঘাট, ধামশ্রেনী শুড়ীরডারা এলাকা, এবং ধামশ্রনী দড়িচরএলাকা। সুড়ীরডারা দুলু, শামীম, সারুন, মাহফুজার, সুজা প্রফেসর, ধামশ্রেনী ভদ্রপড়া মমতাজের ছেলে জহুরুল, আকবর মাস্টার রাজু, সাজু, তবকপুরে রাজার চাতাল এলাকায় আবুল কালাম ও তার গ্যাং। আবুল কালাম বিএনপির সমর্থিত তবকপুর ইউনিয়ন বিএনপির নেতা, তবকপুর স্থানীয় সূত্র নিশ্চত করেছে। গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া, নন্দুনেফরার বালু মহল চালায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও তার ছেলে রমজান। তারা উলিপুর উপজেলা বিএনপির তাসভিরুল গ্রুপ সমর্থক। নাগড়াকুড়া স্থানীয় সূত্র জানায়, শুধু বালু মহলই নয়, চাঁদাবাজি, মুক্তিপণ আদায় সহ আরো অনেক অপরাধের সাথে জড়িত রমজান আলাী। ইদানিং রমজান আলীর অপরাধ সিন্ডিকেট পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উলিপুর পৌর যুবদল নেতা আশরাফুলের মৃত্যুর পরে থেকে আত্নগোপনে রয়েছেন রমজান আলী। এজন্য রমজানের সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। আশরাফুল হত্যার সাথে সে জড়িত থাকতে পারে বলে বিভিন্ন স্থানীয় সূত্র মন্তব্য করেছে।

সুশীল সমাজের মন্তব্য্য, সুশীল সমাজ,ও সাধারণ মানুষ বলছে, বর্তমানে রাজনৈতিক দলগুলো প্রতিহিংসার চর্চায় রত। তারা সুশীল রাজনৈতিক চর্চা করে না। সাধারন মানুষের বসত বাড়ী, ফসলী কৃষি জমি ভেঙে তারা কোন দেশ গঠন করতে চাচ্ছে তা আমাদের বোদগম্য নয়। সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের ইশারায় না চলে, জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যেন সচেষ্ট থাকে। রাষ্টীয় সম্পদের ক্ষতিসাধন, রাষ্ট্রীয় অপরাধ। তাই অপরাধী যেই হোক, যে দলের হোক, তাদের আইনের আওতায় নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান সুশীল সমাজ ও সাধারণ জনতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews