কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাহের চৌধুরী সেন্টু, কোষাদ্যক্ষ আল আমিন ভূইয়া।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার জাহান, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস,প্লেয়ার বাঁচাই কমিটির সদস্য ইকবাল খন্দকার, ক্রিকেট কোচ টিপু, কোচ আরমান আজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে বালক বিভাগে মোট দল ১৮টি (মহানগর ১টি, উপজেলা ১৭টি) এবং বালিকা বিভাগে মোট ১৮টি (মহানগর ১টি, উপজেলা ১৭টি) দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের বালক-বালিকা চ্যাম্পিয়ন দুটি দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় চৌদ্দগ্রাম উপজেলা বালক দল বনাম লাকসাম উপজেলা বালক দল। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে লাকসাম উপজেলা বালক দল ৩-২ গোলে চৌদ্দগ্রাম উপজেলা বালক দলকে পরাজিত করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy