মোহাম্মদ জুবায়ের, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ফেনী ক্যাডেট কলেজের সাদেকা সারোয়ার রাইয়ান (১৫) নামের এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা মেজর শামীমা সুমি ও বাবা লে. কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ারসহ (৪০) তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ক্যাডেট কলেজ ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ানের বাবা-মায়ের ঠিকানায় সাং রামু ক্যান্টেনমেন্ট কক্সবাজার লেখা রয়েছে। আহত অন্যজন হলেন- মাইক্রোচালক নেত্রকোনার আটপাড়া থানার দুর্গাপুর গ্রামের উজ্জল খান (৩৬)।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই সাইদুর জানান, ক্যাডেট কলেজের সাদেকা সারোয়ার রাইয়ানকে বহনকারী ফেনী অভিমুখি দ্রুতগামী মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোতে থাকা সকলেই আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেকা সারোয়ার রাইয়ানকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট করে নিহত সাদেকার মরাদেহটি সিএমএইচএ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy