প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১:৫১ এ.এম
কুমিল্লায় করোনা শনাক্ত ৬২ জনের, প্রাণ গেল আরও ৩ জনের

আমিনুল হক বিশেষ প্রতিনিধি
কুমিল্লা জেলায় নতুন করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ২২২ জনের।
শনিবার (১৭ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪১ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ, একজন মহিলা। তারা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ২৭ জন, আদর্শ সদরন ৪ জন, বুড়িচংয়ে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ২ জন, চৌদ্দগ্রামে ৫ জন, লাকসামে ৪ জন, বরুড়ায় ৩ জন, নাঙ্গলকোটে ৪ জন, দেবিদ্বারে ১ জন, দাউদকান্দিতে ২ জন, হোমনায় ২ জন, তিতাসে ২ জন ও লালমাইয়ে ১ জন।
আজ করোনা থেকে ৮ জন সুস্থ্য হয়েছেন। এরা সবাই কুমিল্লার চান্দিনার বাসিন্দা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy