এ আর আহমেদ হোসাইন(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে হার্ট অ্যাটাকে লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কৌশিক আহমেদ (৩৫) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কৌশিকের বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।
ওই ঘটনাটি ঘটে শনিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে।
জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু জানান, বিকেলে কর্মীদের নিয়ে সমাবেশে যাচ্ছিলেন কৌশিক।পথে জয় বাংলা স্লোগানমুখর কৌশিক হৃদযন্ত্রের ক্রিয়া াাাদধাবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, শুনেছি কৌশিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
Leave a Reply