প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২১, ৫:৩৬ পি.এম
কুমিল্লায় ছুড়িকাঘাতে এক ব্যাক্তিকে হত্যা।হত্যাকারী আটক

আমিনুল হক বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে ১২’শ টাকা পাওনার জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
জানা যায় ১৭ এপ্রিল শনিবার দুপুর ১টায় লতিফপুর এলাকায় আদমপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে খলিলুর রহমান (৩০) রফিকুল ইসলাম (৪০) এর ওপর উপুর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, খলিলুর রহমান স্থানীয় একটি চামড়ার কারখানায় কাজ করেন। নিহত রফিকুল ইসলামের কাছে খলিলুর ১২০০ টাকা পাওনা ছিলো। ঘটনার আগে পাওনা টাকা নিয়ে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে চামড়া কারখানায় ব্যবহৃত ছুড়ি নিয়ে হত্যাকারী খলিলুর রফিকুলের বুকের পাঁজরের নিচে কয়েকবার ছুরিকাঘাত করলে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলামের পিতার নাম জানা যায়নি তবে সে আরিফপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পরে স্থানীয়রা ঘাতক খলিলুর রহমানকে আটক করে পুলিশে খবর দিলে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীকে থানা নিয়ে যায়। নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে, লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। চান্দিনা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy