এ আর আহমেদ হোসাইন
(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরিপুর বাজারে শনিবার দিবাগত রাতে দাউদকান্দি সার্কেল’র সিনিয়র সহকারি পুলিশ মোঃ জুয়েল রানার নেতৃত্বে গৌরিপুর তদন্ত কেন্দ্রের এসআই রাজিব সাহা, এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল বিল্লাল’র উপস্থিতিতে
গৌরিপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ ৮১৪ টি ক্যান বিদেশী বিয়ার জব্দ করেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।বহনকারী প্রাইভেটকারটির নং ঢাকা মেট্রো গ-২৩-৪৬৬১।
আটকৃত ওই মাদক ব্যবসায়ি হলেন- আড়াইহাজার থানা জলার পাড় গ্রামের আসমত আলির ছেলে মোতালেব (৫০)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গৌরিপুরের মাদক সম্রাট সেকেন্দার, বশির ও আনোয়ার বিপুল পরিমান বিয়ার ফেলে দৌড়িয়ে পালিয়ে যায় বলে পুলিশ যানিছেন। পুলিশ আরোও জানান যে, গৌরিপুরের মাদক সম্রাট সেকেন্দার ও বশির, আনোয়ার দীর্ঘ দিন ধরে ঢাকা গুলশান ১,হোয়াইট হাউজ নামক মদের দোকান থেকে বিদেশী মদ এনে এলাকায় চড়ামূল্যে বিক্রি করেন।
মাদক সম্রাট সেকেন্দার আলী গৌরিপুর বাজারে মামা ভাগিনা থাই এলুমিনিয়ামস এন্ড এসএস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।
এ বিষয়ে দাউদকান্দি সার্কেল সিনিঃ এএসপি জানান- কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) স্ এর নির্দেশনা যে কোন মুল্যে মাদক ও মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এমনকি আটকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক বিরোধী মামালা দায়ের করা হবে বলে তিনি জানান।