কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধিন নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লান্চনার শিকার হয়েছে যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ রফিকুল ইসলাম চৌধুরী খোকন ও ভিডিও জার্নালিস্ট কামরুল হাসান। উক্ত হামলার নিন্দা জানিয়ে জানইয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বিএমএসএফ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য জুয়েল খন্দকার উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদেরকে আইনের আওতাধিনে শাস্তির দাবী জানিয়েছেন, নয়তো সাড়া দেশে কঠুর আন্দলন গড়ে তুলা হবে। তিনি আরও বলেন কুমিল্লা কেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নির্যাতন নতুন ঘটনা নয় বেশ কিছুদিন আগে কুমিল্লার এক সাংবাদিক জানে আলম নামের এক সহকর্মীর উপরেও ডাক্তার, আনসার বাহিনী ও আয়াদের হামলার ঘটনা সোশ্যাল মিদিয়াতে দেখা যায়, দায়িত্ব অবহেলার কারবে বিভিন্ন সময়ে শিশু চুরির মতোন আলোচিত ঘটনাও ঘটেছে এই হাসপাতালটিতে আমি মনে করি এই হাসপাতালের ম্যানেজমেন্ট ও অবকাঠামো ব্যাপক সমস্যা রয়েছে অবিলম্বে এর সমাধান না করলে কুমিল্লার চিকিৎসা ব্যবস্থা চরম অবনতির ধিকে যাবে।
জানা যায় যে বুধবার সকালে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সকালে নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারণে বাধা দেয়া ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এসময় রিপোর্টার তাকে অনুরোধ করে যে, তারা একজন অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন তার একটু ভিডিও ধারন করার। তাতেও বাধাদেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাণ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেন।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকীকে ফোন করা হলে তিনি প্রথমে ঘটনা শুনে সরকারি অনুষ্ঠানে আছেন বলে ফোন কেটে দেন। পরে দুপুর ১২. ২০ এ ফোন করে জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy